পুকুরে ডুবে আন্দরকিল্লা জামে মসজিদের খতিবের নাতি-নাতনির ইন্তেকাল

লক্ষ্মীপুরে রায়পুরের হায়দরগঞ্জে পুকুরে ডুবে  আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা আনোয়ার হোসাইন তাহির জাবেরী আল মাদানীর নাতি ও নাতনির মৃ ত্যু হয়েছে। তারা হলো- সাইয়্যেদ মুফতি তাহের জাবেরীর মেয়ে আরিয়া আক্তার (৬) ও সাইয়্যেদ ফয়সালের ছেলে ফাইয়াজ হোসেন (৭)। তারা একে অপরে চাচাতো ভাই-বোন।

আজ শুক্রবার (২৬ জুন) সকালে এই ঘটনা ঘটে।

পুলিশ ও নি হত দুই শিশুর পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে খেলতে ঘর থেকে বের হয় দুই শিশু। কিন্তু আর ঘরে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ শুরু করনে স্বজনরা। এক পর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশুর দেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা।

পরে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃ ত ঘোষণা করেন।

Leave a Comment