অন্যান্য

চট্রগ্রামে ক রোনা আক্রান্ত হলেন ডা. আব্দুর রব মাসুমের চিকিৎসক স্ত্রীও

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুমের স্ত্রী ডা. ফিরোজা মেহের ক রোনায় আক্রান্ত হয়েছেন। ডা. আব্দুর রব মাসুম নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২০ জুন জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন ডা. ফিরোজা মেহের।

মৃদু শ্বাসকষ্ট থাকায় তাকে ডেলটা হেলথ কেয়ারে ভর্তি করানো হয়েছে। তবে এই মুহূর্তে তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন ডা. আব্দুর রব।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবাকে দেখতে গিয়ে সেখান থেকে ডা. ফিরোজা মেহের ক রোনা আক্রান্ত হয়ে থাকতে পারেন জানিয়ে ডাক্তার রব বলেন, ‘ওর বাবা ডেলটা হাসপাতালে ভর্তি থাকার সময় ও হাসপাতালে গিয়েছিল। সেখান থেকে ইনফেকটেড হয়েছে হয়ত। আমার দুই ছেলে আলহামদুলিল্লাহ ভালো আছে।’

ডা.ফিরোজা মেহের ২৫তম বিসিএস পাস করে সরকারি হাসপাতালে চাকরি করেছিলেন। পরে ব্যক্তিগত অসুবিধার কারণে পেশা ছেড়ে দেন।

উল্লেখ্য, গত ১৩ জুন ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. রবের শ্বশুর ফজলুল হক (৭৭)। তবে তিনি ক রোনায় আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন ডা. রব। সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *