অন্যান্য

চট্টগ্রামে করোনা চিকিৎসায় ২০টি ভেন্টিলেটর প্রদান করবে টি.কে গ্রুপ

চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে করোনা চিকিৎসায় ২০টি ভেন্টিলেটর দিতে যাচ্ছে শিল্প প্রতিষ্ঠান টি. কে. গ্রুপ। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বির উপস্থিতিতে ২০টি অত্যাধুনিক ভেন্টিলেটর মেশিন হস্তান্তর করা হবে ১৯ জুন শুক্রবার দুপুরে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টি. কে. গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালামের উদ্যোগে এসব সরঞ্জাম দেওয়া হচ্ছে। ভেন্টিলেটর প্রদানের জন্য আমদানি প্রক্রিয়া শেষ হয়েছে। যা বর্তমানে চট্টগ্রামে রয়েছে।

টি. কে. গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের ব্র্যান্ড ম্যানেজার মো. আশরাফুল হোসেন বলেন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আমদানিকৃত উন্নত মানের এসব সরঞ্জাম দেশের করোনা মহামারী মোকাবেলায় ভূমিকা রাখবে। এর পাশাপাশি তারা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনগোষ্ঠিকে সহায়তাসহ নানাবিধ কার্যক্রম চালাচ্ছে। সূত্র: cplusbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *