অন্যান্য

খোলাবাজারে ডলার এখন ১১৯ টাকা

একদিনের ব্যবধানে খোলাবাজারে ডলারের দাম ৩ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। বুধবার এক ডলার বিক্রি হচ্ছে ১১৮ থে‌কে ১১৯ টাকায়। এর আগে কখনও ডলারের দাম এতো বেশি ওঠেনি।

সোমবারও খোলা বাজারে এক ডলারের দাম ছিল ১১৪ থেকে ১১৫ টাকা। বাড়তি দামেও খোলা বাজারে চাহিদামতো ডলার মিলছে না। অর্থাৎ দাম বাড়ার পরও খোলা বাজারে ডলারের সংকট দেখা গেছে।

বুধবার রাজধানীর মতিঝিল ও পল্টন এলাকার বিভিন্ন মানি এক্সচেঞ্জার ঘুরে এমন তথ্য জানা গেছে।

কার্ব মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, খোলা বাজারে তীব্র সংকট রয়েছে ডলারের। ব্যাংকের মতো খোলাবাজারেও ডলারের সংকট দেখা দিয়েছে।

খোলা বাজারে ডলার ব্যবসায়ী ও মানি এক্সচেঞ্জের কর্মীরা জানান, পর্যাপ্ত ডলার সরবরাহ করতে পারছে না বাণিজ্যিক ব্যাংকগুলো। গ্রাহকের কাছে সময় নিয়ে ডলার সরবরাহ করছেন মানি এক্সচেঞ্জগুলো।

এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ভয়ে রাস্তায়ও ডলার বিক্রি বন্ধ রয়েছে। মানি এক্সচেঞ্জেও বিক্রির চেয়ে ডলার কেনার হার বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *