অন্যান্য

বিয়েবাড়িতে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানোয় পুলিশের পিটুনি, আহত ১০

বিয়েবাড়িতে পুলিশের পিটুনিতে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আহতদের। তাদের মধ্যে বৃদ্ধা নারীর একজনের অবস্থা আশঙ্কাজনক। উপজেলার ধানকাঠি ইউনিয়নের চরমালগাঁও ভাদুরীকান্দি গ্রামের সরদার বাড়িতে গতকাল বুধবার (৩ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে প্রাথমিকভাবে।

এই ঘটনায় আহত হয়েছেন, শরীয়তপুর সদর উপজেলার মাকশাহার গ্রামের ভিক্ষুক সুলতান খার স্ত্রী পেয়ারা বেগম (৬০), চরমালগাঁও ভাদুরীকান্দি গ্রামের মো. শরিয়াতুল্লাহ সরদার (২৬), স্বপ্না আক্তার (১৫) ও সুমী আক্তার (১৪), শামীম ব্যাপারী (১২), আমানুল্লাহ সরদার (৩৫), চৈতি আক্তার (২৪), মীম আক্তার (১৪)।

আহতদের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) চরমালগাঁও ভাদুরীকান্দি গ্রামের জয়নাল মল্লিকের মেয়ে নূপুর আক্তারের (১৮) বিয়ের দিন ধার্য ছিল।

এ উপলক্ষে নূপুরের গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয় গতকাল  বুধবার (৩ আগস্ট)  রাতে। চার তরুণী সাউন্ড বক্সে মিউজিকের তালে নাচছিলেন গায়েহলুদ শেষে রাত ১২টার দিকে। এ সময় পুলিশের পিকআপ থেকে নেমে হঠাৎ বিয়েবাড়িতে প্রবেশ করে গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন ডামুড্যা থানার উপ-পরিদর্শক (এসআই) ফোয়াদ হোসেনসহ দুজন কনস্টেবল বশিরুল ইসলাম ও হাবিবুর রহমান ।

এ সময় পুলিশের পিটুনিতে ১০ জন আহত হন। তাছাড়া বিয়েবাড়ির প্লাস্টিকের বেশ কয়েকটি চেয়ার ভেঙে ফেলে পুলিশ। এসময় বিয়েবাড়ির লোকজন কারণ জানতে চাইলে পুলিশ বলে সাউন্ড বক্স বাজছে কেন? পরে আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর রাত দেড়টার দিকে বিয়েবাড়িতে গিয়ে দুঃখ প্রকাশ করে ডামুড্যা থানার এসআই সজল কুমার পালসহ পাচঁজনের পুলিশের একটি দল ।

এই ঘটনায়  আহত এক নারী জানান, দাঁড়িয়ে আমার ভাতিজির গায়েহলুদের অনুষ্ঠান দেখছিলাম। হঠাৎ পেছন থেকে লাঠি দিয়ে কেউ একজন বেশ কয়েকটি আঘাত করে। আমি মাটিতে পড়ে যাই। পরে দেখি পুলিশ। আমি এখন হাঁটতে পারছি না। মনে হয় পেছনের হাড় ভেঙে গেছে। আমি এর বিচার চাই। তিনি আরও বলেন, আমার স্বামী ভিক্ষা করে। চিকিৎসা করার টাকা পাবো কোথায়? আমি ব্যথায় মরে যাচ্ছি।

এই ঘটনার বিষয়ে  মেয়ের চাচা ফারুক ভান্ডারি ও আহত আমানুল্লাহ সরদার, শামীম ব্যাপারী ও চৈতি বলেন, কোন সমস্যা হলে আমাদের সঙ্গে কথা বলে অনুষ্ঠান বন্ধ করে দিতে পারতো পুলিশ। কিন্তু তা না করে হঠাৎ মারধর শুরু করে, যা অমানবিক। আমরা এর বিচার দাবি করছি।’

ধানকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মাওলা রতন বলেন, ‘বিয়েববাড়ির লোকজন আমার ইউনিয়নে একটি বিয়েবাড়িতে রাতে সাউন্ড বক্স বাজাচ্ছিল। পুলিশের এসআই ফোয়াদ ও দুজন কনস্টেবল এসে বিয়েবাড়ির লোকজনকে গাছের ডাল দিয়ে মারধর করে ও চেয়ার ভাঙচুর করে, যা দুঃখজনক। শুধু তাই নয়, ফোয়াদ নামে ঐ এসআই আমার সঙ্গেও খারাপ আচরণ করেছে।

এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, ‘রাতে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে জানানো হয় ওই এলাকায় উচ্চ শব্দে সাউন্ডে বক্স বাজানো হচ্ছে। তখন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে বিয়েবাড়ির লোকজন ওবপুলিশের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

পরে আবার এসআই সজলসহ পাচঁ পুলিশের একটি দল বিয়েবাড়িতে পাঠাই। তারা ঘটনাটি শুনে দুঃখ প্রকাশ ও সমাধান করে চলে আসেন।’

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *