চট্টগ্রামে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ১, প্রাণে বেঁচে গেল ৪০ যাত্রী

চট্টগ্রামে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ১, প্রাণে বেঁচে গেল ৪০ যাত্রী

চট্টগ্রামের বায়েজিদে ‘ইউনাইটেড ট্রাভেলস’ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে খাদে পড়ে গেছে। এ ঘটনায় মোহাম্মদ হোসেন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

পুলিশ জানায়, বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। এদের মধ্যে বেশ কয়েকজন আহত হলেও প্রাণে বেঁচে গেছেন সবাই।

নিহত মোহাম্মদ হোসেন (৫৫) সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার মৃত জাবেদ আলীর ছেলে।

বুধবার (২৭ এপ্রিল) ভোর ৫টায় বায়েজিদ লিংক রোডের আরেফিন নগর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রাম আসা ‘ইউনাইটেড ট্রাভেলস’র যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আরেফিন নগর গেট এলাকায় বিদ্যুতের খুঁটিতে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে খুঁটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এরইমধ্যে পথচারী মোহাম্মদ হোসেনকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় বাসটির কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

তিনি আরও বলেন, আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, নিহত মোহাম্মদ হোসেন সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। সকালে তিনি চাকরিতে যাচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়।

ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে সকাল ৬টায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল ৯টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

Leave a Comment