অন্যান্য

অবশেষে কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন কাউন্সিলর টিনু

অবশেষে কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন কাউন্সিলর টিনু

অবশেষে কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন চকবাজার ১৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর নূর মোস্তফা টিনু। আজ বৃহস্পতিবার (২৮ অক্টেবর) বিকাল ৩টা ২০ মিনিটের দিকে কারাগার থেকে তিনি মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম।

এর আগে আজ বিকালে তাকে বরণ করতে মিছিল ও মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে কারাগারের ফটকে ভিড় জমায় তার কর্মী-সমর্থকরা।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দীন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আগামী ৩ জানুয়ারি পর্যন্ত অন্তর্বতীকালীন জামিন দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে জামিনের কাগজপত্র চতুর্থ যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে দাখিল করা হয়।

জামিন মঞ্জুরের আদেশের পক্ষে টিনুর আইনজীবী আদালতে জামিননামা দাখিল করেন। আদালতের জামিন মঞ্জুরের কপি দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ অক্টোবর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ৭৮৯ ভোট পেয়ে মিষ্টিকুমড়া প্রতীকে নূর মোস্তফা টিনু জয়ী হয়েছেন।

আরও সংবাদঃ অবশেষে কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন কাউন্সিলর টিনু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *