চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’র সঙ্গী পরীমণি

চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’র সঙ্গী পরীমণি।

নির্মাতা চয়নিকা চৌধুরী ঘোষণা দিয়েছিলেন, গেলো জুনের প্রথম সপ্তাহে নিজের প্রথম ওয়েব ফিল্ম ‘অন্তরালে’র। তিনি বেছে নিয়েছিলেন প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’র মতো প্রথম ওয়েব ফিল্মের নায়িকা হিসেবেও পরীমণিকে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরুর কথা থাকলেও সেটি আর হয়নি।

এরইমধ্যে গেলো ৪ আগস্ট পরীমণি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর নানা প্রশ্ন ওঠে চয়নিকা ও পরীর সম্পর্ক নিয়ে। এমনকি এই নির্মাতাকে সড়ক থেকে তুলে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। সেসময় মানসিকভাবে খুব খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন দুজনই। তবে দুজনই সকল আঁধার কাটিয়ে নিজেদের সামলে নিয়েছেন। কাজে ফিরেছেন পরী, নতুন সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন। অন্যদিকে চয়নিকাও নতুনভাবে শুরু করতে চাইছেন।

সব ঠিকঠাক থাকলে অন্তরালে’র কাজ আগামী নভেম্বরে শুরু করবেন। সেই যাত্রায় সঙ্গী হবেন পরীমণি, চয়নিকা চৌধুরী গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন।

তিনি বলেন, ‘পরী আর আমার সম্পর্ক যেমন ছিল তেমনই আছে। তার সঙ্গে আমাদের আরও একবার বসতে হবে অন্তরালে ওয়েব ফিল্মটি নিয়ে।

এই নির্মাতা আরও জানান, পরী সম্ভবত এখন ‘প্রীতিলতা’, ‘গুনিন’, ‘বায়োপিক’-এর কাজ করবেন। তাই তার লাগবে অক্টোবর মাসের পুরো সময়টাই। আর তাই নভেম্বরে আমার ওয়েব ফিল্মের কাজ শুরু হবে।

পান্থ শাহরিয়ার ‘অন্তরালে’র পাণ্ডুলিপি লিখেছেন। এতে একটি বনেদি হিন্দু পরিবারের বউ অর্পিতা চরিত্রে পরীকে দেখা যাবে। তারিক আনাম খান তার স্বামীর চরিত্রে অভিনয় করবেন। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ নিবেদিত ও কাজী রিটন প্রযোজিত এ ওয়েব ফিল্মটি দেখা যাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে।

গল্প প্রসঙ্গে পান্থ শাহরিয়ার জানান, ‘অর্পিতা একটি বনেদি পরিবারের বউ। স্বামী ব্যবসায়ী। একটা মার্ডার রহস্য যুক্ত হয়ে যাবে তাদের ভালোবাসার মধ্যে। মার্ডার মানেই যে মারপিট করে খুন, তা নয়। যদি মিডল ক্লাস জীবনে একটি খুন ঢুকে যায়, তাহলে জীবনটা কেমন হয়ে যায় সেটাই উঠে আসবে এতে।’

দেশের গুনী নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী গেলো ১৮ সেপ্টেম্বর নাট্যনির্মাণের ২০ বছর পূর্ণ করেছেন। খণ্ড নাটক ‘শেষ বেলায়’ ২০০১ সা‌লে প্রথম নির্মাণ করেন। তবে এতো সহজ ছিল না তার এই ২০ বছরের পথ চলা। যদিও পরিচালকের কোনো জেন্ডার নেই, কিন্তু একজন মেয়ে হিসেবে অনেক ভালো-মন্দ দেখেছেন তিনি। তবে চয়নিকা চৌধুরী আজকের দিনে দাঁড়িয়ে এসব ঘটনা নিয়েই গর্ববোধ করেন। বাংলাদেশের প্রথম নারী হিসেবে তিনিই প্রথম সবচেয়ে বেশি নাটক ও ধারাবাহিক নির্মাণ করেছেন।

আরও সংবাদঃ চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’র সঙ্গী পরীমণি।

Leave a Comment