অন্যান্য

কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে ৩ বাংলাদেশির মৃত্যু

কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে ৩ বাংলাদেশির মৃত্যু।

কুয়েতের কৃষি অঞ্চল আব্দালি এলাকায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে এক অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে। এই অগ্নিকাণ্ডের ঘটনা শনিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় রাত ১টার দিকে কৃষি কর্মে নিয়োজিত প্রায় ২০ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের আবাসস্থলে ঘটে বলে জানা গেছে।

মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার তিন প্রবাসী বাংলাদেশির গ্রামের বাড়ি সিলেট অঞ্চলে। খুরশিদ আলী (৪৮), বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাঘবাড়ী গ্রামে। তিনি ২০ বছর ধরে একই কফিলের কাজ করছিলেন।

কামাল উদ্দিন (৫১), বাড়ি মৌলভীবাজারের জুড়ি গ্রামের মাগুরা গ্রামে। তিনি প্রায় ২ যুগ ধরে একই কফিলের কাজ করছিলেন। মোহাম্মদ ইসলাম (৩২), বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার বাটিভারা ফইত গ্রামে। তিনি প্রায় ৬ বছর ধরে একই কফিলের কাজ করছিলেন।

দুর্ঘটনার শিকার ও প্রত্যক্ষদর্শীরা কিছুই বলতে পারছেন না অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে। তবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত হতে পারে গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত মোহাম্মদ আলকাছ নামে একজন প্রবাসী বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় হাসপাতালে। বাকিরা বাসায় ফিরেছেন  চিকিৎসা নিয়ে।

এদিকে, মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্রম কাউন্সেলর আবুল হুসেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান এবং নিহতদের লাশ দেশে প্রেরণ ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আরও সংবাদঃ কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে ৩ বাংলাদেশির মৃত্যু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *