অন্যান্য

চট্টগ্রামে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬০৩ জনের দেহে। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ২৯৯ জনে।

শনিবার (১০ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি জানান, গতকাল শুক্রবার চট্টগ্রামের ১২টি ল্যাবে ১ হাজার ৯০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬০৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২১ জনের নমুনা পরীক্ষায় ৭১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭৭১ জনের নমুনা পরীক্ষায় ২০৭ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৯৯ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২২০ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতালে ১৮২ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৮৯ জনের নুমনা পরীক্ষায় ২৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৭ জনের নমুনা পরীক্ষায় ২২ জন, মেডিকেল সেন্টারে ২০ জনের নমুনা পরীক্ষায় ৯ জন, ৮৮ জনের এন্টিজেন টেস্টে ৩৪ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৯ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা দেহে করোনার অস্তিত্ব মিলেছে।

তবে এদিন কক্সবাজার মেডিকেল কলেজ হাপসপাতালে ১১ জনের মধ্যে কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *