গর্ভাবস্থায় কতদিন সে’ক্স করা নিরাপদ?

সহ’বাসের সময়ের স্বাভাবিক নড়াচড়া গর্ভের শিশুর কোনো ক্ষতি করে না। গর্ভের শিশু তলপেট এবং জরায়ুর শক্ত পেশী দিয়ে সুরক্ষিত থাকে।

আপনার শিশু অ্যামিনিওটিক স্যাকের মধ্যে অবস্থান করে যা তাকে সুরক্ষিত রাখে।

জ’রায়ুর মুখ মিউকাস প্লাগ দ্বারা সিল করা থাকে, যা শিশুকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করে।

স’হবাসের সময় পুরুষেরে গোপ’না’ঙ্গ নারীর গো’পনা’ঙ্গ পর্যন্তই প্রবেশ করে।  তা গর্ভের শিশু পর্যন্ত পৌঁছাতে পারেনা। তাই গর্ভের শিশুর ক্ষ’তির আশঙ্কা থাকেনা।।
 
সহ’বাসের পর অর্গাজম হলে বাচ্চার নড়াচড়া বৃদ্ধি পেতে পারে। এটা হয় অর্গাজমের পর আপনার হার্টবিট বেড়ে যাওয়ার কারণে, সহ’বাসের ফলে বাচ্চার কোন অসুবিধার কারণে নয়।
 
অর্গাজমের কারণে জ’রায়ুর পেশীতে মৃদু সংকোচন (কন্ট্রাকশন) হতে পারে। 

তা ক্ষণস্থায়ী এবং ক্ষতিকর নয়। যদি গর্ভধারণের সবকিছু স্বাভাবিক থাকে তবে অর্গাজমের কারণে হওয়া সংকোচনের ফলে গর্ভ’পাত বা প্র’সব বেদনা শুর হয়না। সুতরাং নিচের সমস্যাগুলি না থাকলে গর্ভা’বস্থায় সহ’বাস করলে কোনো সমস্যা নেই।

Leave a Comment