অন্যান্য

চট্টগ্রাম ইপিজেডের সব কারখানা বন্ধ, ছুটি পেল ২ লাখ কর্মী

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন উপলক্ষে বুধবার (২৭ জানুয়ারি) একদিন নগরীর দুটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) সব কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিডেজ) মহাব্যবস্থাপক মশিউদ্দিন বিন মেজবাহ জানান, চসিক নির্বাচন উপলক্ষে বুধবার সব কারখানা বন্ধ থাকবে। আমাদের ১৫৪টি কারখানার মধ্যে ১৩৪টি অপারেশনে রয়েছে। এসব কারখানায় প্রায় ২ লাখ কর্মী কাজ করেন।

কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার মহাব্যবস্থাপক মোহাম্মদ এনামুল হক জানান, আমাদের ৫১টি কারখানার মধ্যে ৪৩টি কারখানা অপারেশনে রয়েছে।

এ ইপিজেডের বিভিন্ন কারখানায় ৭০ হাজার কর্মী চাকরি করেন। চসিক নির্বাচনের দিন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা সব কারখানায় ছুটির সার্কুলার জারি করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *