মত প্রকাশের স্বাধীনতারও সীমা থাকা দরকার: ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ফ্রান্সে সন্ত্রাসী হামলার সমালোচনা করে বলেছেন, বাকস্বাধীনতা সমর্থনযোগ্য। তবে এর একটা সীমা আছে। আমরা সব সময় মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন জানালেও সেটা সীমার বাইরে হবে না।

ফ্রান্সের সাম্প্রতিক অবস্থার বিষয়ে তার মতামত জানতে চাইলে ট্রুডো শুক্রবার (৩০ অক্টোবর) বলেন, আমরা একই সমাজে, একই গ্রহে যাদের সঙ্গে বাস করছি তাদের বিরুদ্ধে আক্রমণমূলক কিছু না করা আমাদের দায়িত্ব। কেউ চাইলেই একটি মুভি থিয়েটারে গিয়ে হামলা চালাতে পারে না। সবকিছুরই একটা মাত্রা রয়েছে।

ফ্রান্সের সর্বশেষ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, এই সন্ত্রাসীরা কোনো ধর্মের প্রতিনিধিত্ব করে না।

Leave a Comment