বিমান ছাড়ার আগে ৭ যাত্রীকে ফিরিয়ে দেওয়া হল চট্টগ্রাম বিমানবন্দরে

লোকালবাসের মতো এবার অতিরিক্ত যাত্রী বুকিং নিয়ে এয়ার এরাবিয়ার ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হল চট্টগ্রামের সাত মধ্যপ্রাচ্যগামী যাত্রীকে। এমন অবাক করা ঘটনা ঘটেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

সোমবার (৫ অক্টোবর) এই সাত যাত্রীকে ‘ওভার বুকিং’য়ের অজুহাতে এয়ার এরাবিয়ার সন্ধ্যা সাতটার ফ্লাইটে নিয়ে যেতে অপারগতা প্রকাশ করেন আরব আমিরাতের এই বিমান সংস্থাটি।

অথচ বোর্ডিং পাস থেকে নিরাপত্তা চেক— সবকিছুই যথানিয়মে হয় ওই যাত্রীদের। কিন্তু যখন তাদের ইমিগ্রেশনের সময় এলো, তখন তাদের জানিয়ে দেওয়া হল তারা আর যেতে পারছেন না। এমন সিদ্ধান্তে বিপাকে পড়ে যাওয়া এই যাত্রীদের সকলেই আরব আমিরাতের শারজায় যেতে এয়ার এরাবিয়ার টিকেট কেটেছিলেন।

যাত্রী ফিরিয়ে দেওয়ার এই ঘটনায় বিড়ম্বনায় পড়েছেন নারী শিশুসহ ভিসার মেয়াদউত্তীর্ণের শঙ্কায় থাকা অন্তত ৫ জন যাত্রী।

পরে জানা যায়, এয়ার এরাবিয়ার ওই ফ্লাইটে মোট ১৪০ জন যাত্রীর ধারণক্ষমতা ছিল। কিন্তু ওই বিমান সংস্থাটি বোর্ডিং পাস ইস্যু করে ১৪৭ জনের। এর পরই ‘অতিরিক্ত’ ওই সাত যাত্রীকে ফিরিয়ে দিয়ে বলা হয়, পরের ফ্লাইটে তাদের যেতে হবে। শুক্রবার (৯ অক্টোবর) এয়ার এরাবিয়ার পরবর্তী ফ্লাইটের দিন ধার্য্য আছে।

Leave a Comment