ফেনীতে বাপ-বেটার আঘাতে বৃদ্ধার মৃ’ত্যু

ফেনী সদর উপজেলার ধলিয়ার মোল্লা তাকিয়া এলাকায় কোদালের আ’ঘাতে গুরুতর আ’হত বৃদ্ধা ননী গোপাল দাস (৬০) চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মা’রা গেছেন। এ ঘটনায় পুলিশ মা’মলার এজহারভূক্ত দুই আ’সামীকে গ্রে’ফ’তার করেছে। মঙ্গলবার দুপুরে ধলিয়া ইউনিয়নের বা্‌শিঘরিয়া গ্রামের ধোপা বাড়িতে ঘটনাটি ঘটে।

নিহতের স্ত্রী মিনতী রানী দাস জানান, তার স্বামী কৃষি জমিতে কাজ করার সময় ভূমি বিরোধের জের ধরে একই বাড়ির রবি চন্দ্র দাস ও গোরাঙ্গ চন্দ্র দাস দুই জন হাম’লা করে। এসময় তারা কোদাল দিয়ে আমার স্বামীর বাম চোখের উপরে আঘা’ত করে। এতে সে মাটিতে পড়ে গেলে দুই জন মিলে কোদাল ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মার’তে থাকে। পরে আমার স্বামীর শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে বৃদ্ধা ননী গোপাল দাসকে উ’দ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার দুপুরেই উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মা’রা যায়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন, এ ঘটনায় বুধবার দুপুরে নি’হতের স্ত্রী মিনতী রানী দাস বাদি হয়ে থানায় হ’ত্যা মাম’লা করলে পুলিশ এজহারভুক্ত দুই আসামী বাপ-বেটা রবি চন্দ্র দাস ও গোরাঙ্গ চন্দ্র দাস গ্রে’প্তার করে।

Leave a Comment