অন্যান্য

৭০০ বছরের ইতিহাস এই প্রথম নীরবে শেষ হলো হযরত শাহজালালের (র.) মাজারের ওরস

করোনা মহামারীতে এবার নীরবে সম্পন্ন হলো হজরত শাহজালালের (র.) মাজারের ওরস।

মহামারী করোনার কারণে ওরসের ৭০০ বছরের ইতিহাসে ব্যতিক্রম ঘটল এবার নিয়মানুয়ায়ী, শনিবার শুরু হওয়া উরস আজ রোববার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল।

লাখো লাখো ভক্ত-আশেকানের ঢল থাকার কথা ছিল মাজার ছাড়াও পুরো নগরীতে। অথচ এসবের কিছুই নেই এবারের সিলেট নগরীতে।

মাজারসংশ্লিষ্টরা জানান, অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাজারে প্রথম গিলাফ চড়ানো হয়।

মাজারের মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান সরকুম গিলাফ চড়ানোতে নেতৃত্ব দেন। পরে দিনভর ভক্ত-আশেকানরাও মাজারে গিলাফ চড়ান।

তবে এ সময় অন্য বছরের মতো বিপুলসংখ্যক লোক একসঙ্গে মাজারে আসেননি। দেশের ভিআইপি ব্যক্তিদের পক্ষেও কাউকে গিলাফ নিয়ে আসতে দেখা যায়নি।

এবার ওরসের আগেই মাজার কর্তৃপক্ষ ভক্ত ও আশেকানদের মাজারে ভিড় না করার অনুরোধ জানিয়েছিলেন। মাজার এলাকায় যাতে লোকজনদের ভিড় না থাকে সে বিষয়ে সজাগ ছিল পুলিশ প্রশাসনও।

source: Cplusbd.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *