অন্যান্য

৫ আগস্টের পর লকডাউন থাকবে না’- এটি গুজব

৫ আগস্টের পর লকডাউন থাকবে না’- এটি গুজব। ‘আগামী ৫ আগস্টের পর থেকে দেশে কোনো লকডাউন থাকবে না’ এ ধরনের কোন কথা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেনি বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। তিনি বলেন, ‘আগামী ৫ আগস্টের পর থেকে দেশে কোনো লকডাউন থাকবে না’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের

বরাত দিয়ে বিভিন্ন মাধ্যমে যে তথ্য প্রচার হয়েছে সেটি ‘গুজব’।

তিনি আরও বলেন, কয়েকটি মিডিয়া মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে কোড করে একটি নিউজ করেছে ‘৫ আগস্টের পর দেশে আর কোন লকডাউন দেয়া হবে না’। এটি ‘গুজব’। প্রকৃতপক্ষে মাননীয় মন্ত্রী আজ এ ধরণের কোন কথা বলেননি।

উল্লেখ্য, গত ২৩ জুলাই থেকে দেশে ঈদ পরবর্তী ‘সবচেয়ে কঠোর লকডাউন’ শুরু হয়, যা আগামি ৫ আগস্ট পর্যন্ত বহাল থাকবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়।

যেখানে বিভিন্ন ধরনের শর্তজুড়ে দেয়া হয়েছে, খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাকে শাস্তির আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *