অন্যান্য

১১ তারিখের পরে ভ্যাকসিন ছাড়া কেউ মুভমেন্ট করলেই শাস্তি

১১ তারিখের পরে ভ্যাকসিন ছাড়া কেউ মুভমেন্ট করলেই শাস্তি।

করোনার সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
আগামী ১১ই আগষ্ট থেকে খুলে দেওয়া হচ্ছে মার্কেট, দোকানপাট। সাথে সীমিত আকারে চলবে যানবাহন।
মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১১ আগষ্টের পরে টিকা গ্রহণ ছাড়া কেউ চলাফেরা করলে তাকে শাস্তি ফেতে হবে। ১৪ হাজার কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। সবাইকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। আইন না করলেও অধ্যাদেশ জারি করে হলেও শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হবে।

Example Image

বৈঠক শেষে সভার সভাপতি মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ১০ তারিখ পর্যন্ত বিধিনিষেধ চলমান থাকবে।’ ‘১১ তারিখ থেকে ১৮ বছরের বেশি বয়সী কোনো লোক টিকা নেয়া ছাড়া রাস্তায় নামতে পারবে না। নামলে শাস্তিযোগ্য অপরাধ হবে।  ‘১১ তারিখ থেকে যানবাহন চলবে। সেটা রোটেশন মাফিক। জেলা প্রশাসন স্থানীয়ভাবে এটির ব্যবস্থা করবে।

কোভিড-১৯ এর বিস্তার রোধে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছিল সরকার। বিধিনিষেধ চলমান অবস্থায় মঙ্গলবার তা আরও বাড়ানো হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *