খেলাধুলা

হোটেলে বমি ও ভাঙচুর করে অস্ট্রেলিয়ার খেলোয়াডরা

টোকিও অলিম্পিকে অস্ট্রেলিয়ার খেলোয়াডরা হোটেলে বমি ও ভাঙচুর চালান।

টোকিও অলিম্পিকে অংশ নেয়া অস্ট্রোলিয়ার পুরুষ   
রাগবি খেলোয়াড়দের বিরুদ্ধে মদ পান করে হোটেলে তান্ডব চালানোর অভিযোগ উঠেছে। বমি করে বেশ কয়েকটা বিছানা নষ্ট করার পাশাপাশি ভেঙেও ফেলেছে।তাছাড়া তারা ঘুষি মেরে রুমের অস্থায়ী দেয়ালেও ছিদ্র করে ফেলেছে। বিষয় গুলো সামনে আসে তারা অলিম্পিক ভিলেজের হোটেল রুম ছেড়ে যাওয়ার পর। এ খবর অস্ট্রেলিয়া সংবাদ মাধ্যম ও অলিম্পিক কমিটির বরাতে প্রকাশ করেছে ডেইলি মেইল ও নিউ ইয়র্ক ডেইলি নিউজ।

খেলোয়াডরা বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন, অস্ট্রেলিয়ার অলিম্পিক দলের সম্বয়ক ইয়ান চেস্টারম্যান। তাই কোনও ব্যবস্থা গ্রহন
করা হয়নি তাদের বিরুদ্ধে। সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি বলেন, ‘দেয়ালে ছিদ্র রয়েছে। যদিও তা সহজেই করা সম্ভব।  কারণ এগুলো অস্থায়ী। এখানে অনেক শক্তিশালী খেলোয়াডরা অবস্তান করেছিল। এটা ছিদ্র করতে আপনাকে বেশি কিছু করতে হবে না। কয়েকটা লোক ভুল করেছে। এটা গ্রহণযোগ্য নয়।’

শুধু টোকিওতেই থেমে থাকেনি রাগবি দলের কাণ্ড। এরই মধ্যে শুরু হয়েছে অস্ট্রেলিয়ার রাগবি ও ফুটবল দলের সদস্যদের নিয়ে তদন্ত। গেল সপ্তাহে ফ্লাইটে সিডনি ফেরার পথে বেশ চেঁচামেচি করেছেন তারা। তাদের বিরুদ্ধে মাস্ক ছাড়া চলাচল এবং বমি করার অভিযোগ উঠেছে। দেশটির অলিম্পিক কমিটির প্রধান নির্বাহী ম্যাট ক্যারল বলেন, ‘এরই মধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চলছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে রিপোর্ট হাতে পেলেই।’

অস্ট্রেলিয়া রাগবি দল কোয়ার্টার ফাইনালে ফিজির কাছে ১৯-০ ব্যবধানে হেরে বিদায় নেয়। অন্যদিকে ফুটবল দল ফুটবলের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *