অন্যান্য

হারিকেন জ্বালানো ও লাকড়ি দিয়ে রান্নার জন্য প্রস্তুত হোনঃ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দিন দিন জ্বালানীর দাম বৃদ্ধি পাচ্ছে, যেভাবে জ্বালানীর দাম বৃদ্ধি পাচ্ছে, এখন থেকে ব্যবহার সীমিত করতে হবে। অতিরিক্ত ব্যবহার করলে পরে হারিকেন জ্বালিয়ে চলতে হবে এবং লাকড়ি দিয়ে রান্না করতে হবে। তবে ডিজিটাল বাংলাদেশ চালানোর জন্য যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা দরকার তা উৎপাদন করতে পারব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, বিশ্বব্যাপী কঠিন অবস্থা চলছে, ২০২৩ সালে হয়তো দুর্ভিক্ষ দেখা দিতে পারে। আমাদের দেশের মানুষকে প্রস্তুত থাকতে হবে। গ্যাসের সংকট দেখা যাচ্ছে, জ্বালানীর দাম বাড়তেছে। আমাদেরকে ভেন্নার তেল দিয়ে হারিকেন জ্বালাতে হবে। ভেন্নার তেল অনেক্ক্ষণ জ্বলে। ভেন্নার সবুজ ফল দিয়ে তেল তৈরী করা হয়। এখন অনেকে ভেন্না কি তা চিনবেনা। নদী তীর এলাকায় ভেন্না ভালো উৎপাদন হয়।

শেখ হাসিনা আরও বলেন, আমরা গ্যাস সংরক্ষণের চেষ্টা করছি। আমরা বাপেক্সের কর্মক্ষমতা বাড়াতে সক্ষম হয়েছি। সারা পৃথিবীর দিকে তাকান। সবাই কষ্টের মধ্যে আছে। আপনারা হারিকেন জ্বালানোর প্রস্তুতি নিন এবং লাকড়ি দিয়ে রান্না করেও খেতে হবে।

উল্লেখ্য, ১৮ দিনের সফর শেষে বুধবার দিবাগত রাত ১ টার দিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার সরকারি বাসভবন গণভবন থেকে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *