হাটহাজারীতে পাগলা কুকুরের তান্ডবে ১৭ জন আহত

হাটহাজারীতে পাগলা কুকুরের তান্ডবে ১৭ জন আহত

চট্টগ্রামের হাটহাজারীতে আধা ঘন্টায় একটি পাগলা কুকুর ১৭ জনকে কামড়িয়ে আহত করেছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে নয়টা মধ্যে এ ঘটনা ঘটে।

আহতদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে একটি পাগলা কুকুর মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে হঠাৎ ছুটে আসে। এক পর্যায়ে রাস্তা ঘাটে যেখানে যাকে পেয়েছে কামড়াতে শুরু করে। এভাবে কুকুরের কামড়ে শিশুসহ ১৭ জন আহত হয়।

আহতরা হলেন মুক্ত আচার্য (১৮), নিশু আক্তার (১১), হারুন (৬০), নাদিয়া সৈয়দ (১২), সীমা আক্তার (১১), আনিছা (৬), এহাসান (১৪), মো.মামুন (৩০), মো.মাসুম (৮), তানবীর (৭), মোহসনা (৪৪), আবদুল হামিদ (৬), সুমাইয়া আক্তার (৩), মারুফ, হোসেন (৮), সালমা (১৫), জয়নাল আবেদীন (২৫)।

তাদের প্রত্যেকের বাড়ি চারিয়া এবং মির্জাপুর গ্রামের সীমান্ত এলাকায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আশরাফুর রহমান, ডা. তৃষা দাশ গুপ্ত, জরুরি বিভাগের মেডিকেল অফিসার বাহাউদ্দিন সাবিত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আরও সংবাদঃ হাটহাজারীতে পাগলা কুকুরের তান্ডবে ১৭ জন আহত।

Leave a Comment