খেলাধুলা

সৌম্যকে নিয়ে শঙ্কা জিম্বাবুয়ে সিরিজেও

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন সৌম্য সরকার। বাউন্ডারি লাইনে চার বাঁচাতে গিয়ে বাঁ পায়ের হাঁটুতে চোট পান এই টাইগার অলরাউন্ডার। যে কারণে ম্যাচটিতে ব্যাটিংও করেননি সৌম্য, তার কনকাশন বদলি হিসেবে নেমে দারুণ এক ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। ওই সময় থেকে সৌম্য বিশ্রামে রয়েছেন। এবার জানা গেল তার সবশেষ অবস্থা।

আরো পড়ুনঃ বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টনের বেশি খাবার নষ্ট হয়

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি আজ (বৃহস্পতিবার) ঢাকা পোস্টকে সৌম্যের চোট নিয়ে কথা বলেছেন। তিনি জানান, ‘সৌম্যকে আমরা তিন সপ্তাহের কমপ্লিট রেস্ট দিয়েছি। মাত্র এক সপ্তাহ শেষ হলো, আগামী ৬ এপ্রিল তিন সপ্তাহ পূর্ণ হবে। তিন সপ্তাহ পরই আমরা রিভিউ করব একজন অর্থপেডিশিয়ানের সঙ্গে কথা বলে।’

কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সৌম্য, এমন প্রশ্নের জবাবে দেবাশীষ বলেন, ‘আমার পারসোনাল একটা ভিউ আছে, ওটা তো বলে লাভ নেই। আমার ধারণা দেড় মাসের আগে না। তবে ওভাবে আমরা দেড় মাস একবারে বলছি না, তিন সপ্তাহ দেখে তারপর রিভিউ করব আরকি।’

আরো পড়ুনঃ অবসর কখন নেবেন, জানালেন মেসি

আগামী মাসের শেষ সপ্তাহে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে দল। সেই সিরিজের দলে কি খেলতে পারবেন সৌম্য? দেবাশীষের উত্তর, ‘এটা ৬ এপ্রিল বলতে পারব, এখন বলাটা টু আর্লি। কেননা এপ্রিলের শেষে জিম্বাবুয়ে আসবে। আমরা ২১ দিন পর এমআরআই করব উন্নতি কেমন হচ্ছে দেখার জন্য। আপাতত অফিসিয়ালি তিন সপ্তাহ রেস্ট, তারপর রিভিউ।’

উল্লেখ্য, চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে খেলতে নেমে একের পর এক চোটে বিপর্যস্ত হয়েছিল বাংলাদেশ। বাউন্ডারি লাইনে চার বাঁচাতে গিয়ে পায়ে চোট পান সৌম্য সরকার। তৎক্ষনাৎ এই অলরাউন্ডারকে মাঠে বাইরে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায় বাউন্ডারি লাইনে থাকা বিলবোর্ডের সঙ্গে পায়ে এবং মাঠের সঙ্গে বাড়ি খেয়ে মাথায়ও আঘাত পেয়েছেন সৌম্য। একই কারণে তার মাথা ব্যথা এবং দৃষ্টিশক্তিতেও সমস্যা হচ্ছিল বলে জানায় বিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *