গ্যাস লাইনের লিকেজ থেকেই নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণ: সিআইডি

গ্যাস লাইনের লিকেজ থেকেই নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ ঘটেছে, প্রাথমিক ধারণা করছে সিআইডির তদন্ত দল।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে, ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন, সিআইডির ডিআইজি মাঈনুল হাসান। বলেন, এ ঘটনায় সবগুলো তদন্ত কমিটির রিপোর্ট নিয়েই চুড়ান্ত প্রতিবেদন তৈরি হবে। এসময় তার সাথে ছিলেন এডিশনাল ডিআইজি ইমাম হোসেন।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালে বিকট শব্দে বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষ দগ্ধ হন। তাদের মধ্যে এক শিশু, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, ইমাম ও মুয়াজ্জিনসহ অন্তত ৩১ জন এরইমধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকিদের অবস্থাও সঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিস্ফোরণে মসজিদের ছয়টি এসি পুড়ে গেছে। জানালার কাচ বিস্ফোরণে উড়ে গেছে।

Leave a Comment