মানসিক রোগের চিকিৎসার জন্য গিয়ে পিটুনিতে পুলিশ কর্মকর্তার মৃত্যু

ঢাকার আদাবরে একটি মানসিক রোগ নিরাময় কেন্দ্রে চিকিৎসার নামে এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত আনিসুল করিম বরিশাল মহানগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনারের পদে ছিলেন। তার বাড়ি গাজীপুরে।

আদাবরের ‘মাইন্ড এইড’ নামের মানসিক রোগ নিরাময় কেন্দ্রে সোমবার তাকে পিটিয়ে মারা হয় বলে পুলিশ জানিয়েছে।

আনিসুল ৩১তম বিসিএসে পুলিশ ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছিলেন বলে তার সহকর্মীরা জানান।

তিনি বরিশাল থেকে সোমবারই গাজীপুরের বাসায় গিয়েছিলেন বলে জানান আদাবর থানার পরিদর্শক (অপারেশন্স) ফারুক মোল্লা।

তিনি বলেন, “তিনি (আনিসুল) মানসিকভাবে একটু অসুস্থ থাকায় এখানে চিকিৎসা নিতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

আনিসুলকে মাইনড এইডে নিয়ে গিয়েছিলেন তার বোন।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল বলেন, “সহকারী কমিশনার আনিসুল করিমকে কয়েকজন মিলে চিকিৎসার নামে এলোপাতাড়ি মারধর করে বলে প্রমাণ পাওয়া গেছে।”

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ বলেন, “প্রশিক্ষিত নয়, হাসপাতালের এমন কিছু ব্যক্তি তাকে চিকিৎসার নামে মারধর করে। এতে তিনি প্রাণ হারান। পুলিশ খবর পেয়ে বেলা দেড়টার দিকে লাশ উদ্ধার করে।”

ঘটনার পর হাসপাতালের আটজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা ফারুক মোল্লা।
source: cplusbd.net

Leave a Comment