লোহাগাড়ায় ২৫ জনের করোনা পরীক্ষা, সবার নেগেটিভ রিপোর্ট

লোহাগাড়ায় এ পর্যন্ত সন্দেহভাজন ২৫ জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সবকটির নমুনার রিপোর্ট হাতে এসেছে। যার সবকটিই নেগেটিভ।

১১ এপ্রিল ( শনিবার) রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।

তিনি বলেন, আমরা পুরো উপজেলা থেকে সর্বশেষ ২৫ জনের নমুনা পাঠায়। এতে সবকটি রিপোর্ট আমাদের হাতে পৌঁছেছে। তবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত কেই শনাক্ত হয়নি।

ডা: হানিফ বলেন, আজকেও নতুন করে ২ জনের নমুনা পাঠিয়েছি ।

করোনা ভাইরাস এখন সারাবিশ্বে মহামারীর রুপ নিয়েছে । এই অবস্থায় ঘরে থাকাই হতে পারে আপনার একমাত্র প্রতিষেধক। অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ায় সবচেয়ে উত্তম ।

ঘরে থাকাকালীন করোনা সংক্রমনের উপসর্গ যেমন হাচিঁ , কাশি , সর্দি , জ্বর অথবা যেকোনো স্বাস্থ্যগত সমস্যার জন্য আমাদের হটলাইনে 01730324449 যোগাযোগ করুন ।

অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন ২৪ ঘন্টা , সম্পূর্ণ বিনামূল্যে।তাই আতঙ্কিত না হয়ে ঘরে থাকুন , সুস্থ থাকুন ।

Leave a Comment