রেকর্ড পরিমাণে কমেছে জন্মহার, দুঃশ্চিন্তায় জাপান

রেকর্ড পরিমাণে কমেছে জন্মহার, দুঃশ্চিন্তায় জাপান। গত বছর জাপানে রেকর্ড পরিমাণে জন্মহার কমেছে। যা সর্বকালের মধ্যে গত বছরই জাপানে কম ছিল জন্মহার। শুক্রবার (৩ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তথ্য প্রকাশ করা হয়। খবর রয়টার্স।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২১ সালে জাপানে মোট ৮ লাখ ১১ হাজার ৬০৪ শিশু জন্ম নিয়েছে। বিপরীতে মারা গেছে ১৪ লাখ ৩৯ হাজার ৮০৯ জন। সবমিলিয়ে জনসংখ্যার কমতি রয়েছে ৬ লাখ ২৮ হাজার ২০৫ জন। সবমিলিয়ে টানা ছয় বছর ধরে জাপানি নারীদের উর্বরতার হার ১.৩ শতাংশ কমে এসছে।

দ্রুত বার্ধক্য হয়ে যাওয়া দেশগুলোর মধ্যে জাপান অন্যতম। তাই তারুণ্য সঙ্কট দেশটির জন্য বড় দুঃশ্চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশটির অর্থনীতিতে।

Leave a Comment