রিয়াজউদ্দিন বাজারে ঈদ শপিং করতে এসে হাজতে ৯ ক্রেতা-বিক্রেতা

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে স্বাস্থ্যবিধি না মেনে ঈদ শপিং করার সময়  ৯ ক্রেতা-বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে নগরীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এছাড়া অভিযানে ১৫ জনকে জরিমানা করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদ শপিং করা অপরাধ নয়, কিন্তু করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মেনে বেচা-বিক্রি এবং শপিং করা অপরাধ।

তাই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে, মাস্ক ও গ্লাভস ছাড়া সামাজিক দুরত্ব না মেনে বেচাকেনা করার দায়ে নগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে ৯ জন ক্রেতা-বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ঈদ শপিং করতে এসে তারা এখন থানা হাজতে অবস্থান করছেন।

এছাড়াও স্বাস্থ্যবিধি না মেনে পণ্য ক্রয় করতে আসা ১৫ জন ক্রেতার কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

Leave a Comment