যুক্তরাষ্ট্রের বিরোধিতার মধ্যেই রাশিয়ার ক্ষেপণাস্ত্র কিনছে তুরস্ক

যুক্তরাষ্ট্রের বিরোধিতার মধ্যেই রাশিয়ার ক্ষেপণাস্ত্র কিনছে তুরস্ক।

তুরস্ক রাশিয়া থেকে আবারও ক্ষেপণাস্ত্র কেনার ঘোষণা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, সরকার বদ্ধপরিকর রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস ৪০০-এর দ্বিতীয় চালান নিতে। তুর্কি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রসহ ন্যাটো জোটের অন্যান্য দেশের প্রচণ্ড বিরোধিতা উপেক্ষা করে এই ঘোষণা দিলেন।

এরদোগান রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আঙ্কারা ও মস্কো প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার লক্ষ্যে এ পর্যন্ত বহু পদক্ষেপ হাতে নিয়েছে।  তুরস্ক বিন্দুমাত্র দ্বিধা করবে না এস ৪০০-এর দ্বিতীয় চালান নিতে। এরদোগান বসনিয়া-হার্জেগোভিনা সফর শেষে রোববার দেশে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যয়ের কথা জানান।

আশা করা হচ্ছে, এর আগে রাশিয়ার সমরাস্ত্র রপ্তানিকারক রাষ্ট্রীয় সংস্থা রোসোবোরোন-এক্সপোর্টের পরিচালক আলেক্সান্ডার মিখিভ গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলেন— ২০২১ সাল শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফায় রাশিয়ার কাছ থেকে তুরস্কের এস-৪০০ ব্যবস্থা কেনার চুক্তি চূড়ান্ত হবে বলে।

উল্লেখ্য,তুরস্ক যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতা সত্ত্বেও ২০১৯ সালের জুলাই মাসে রাশিয়ার কাছ থেকে প্রথম দফা এস-৪০০ ব্যবস্থা গ্রহণ করে। তুরস্ক ও রাশিয়ার মধ্যে এ ব্যবস্থা কেনার ব্যাপারে চুক্তি সই হয় ২০১৭ সালের ডিসেম্বরে। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপড়েন চলছে এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা কেনা নিয়ে।

বিশেষজ্ঞরা বলছেন, এস-৪০০ ব্যবস্থায় পাঁচ থেকে ৬০ কিলোমিটার দূরত্বে শত্রুর যে কোনো লক্ষ্যবস্তু শনাক্ত করে তাতে একযোগে ৭২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ব্যবস্থা রয়েছে। রাশিয়া ন্যাটো জোটের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার গোপন তথ্য জেনে যেতে পারে তুরস্ক এস-৪০০ ব্যবহার করলে তাই মার্কিন প্রশাসন দাবি করছে। ন্যাটোর নিরাপত্তা ব্যবস্থা সে ক্ষেত্রে দুর্বল হয়ে পড়বে। অবশ্য এ দাবি প্রত্যাখ্যান করে আসছে তুরস্ক।

আরও সংবাদঃ যুক্তরাষ্ট্রের বিরোধিতার মধ্যেই রাশিয়ার ক্ষেপণাস্ত্র কিনছে তুরস্ক।

Leave a Comment