যুক্তরাজ্যের ‘রেড লিস্ট’ থেকে মুক্ত হলো বাংলাদেশ

যুক্তরাজ্যের ‘রেড লিস্ট’ থেকে মুক্ত হলো বাংলাদেশ।

যুক্তরাজ্য করোনাভাইরাস সংক্রমণ কমে যাওয়ায় বাংলাদেশের নাম ‘রেড লিস্ট’ থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশ প্রায় সাড়ে ৪ মাস পর বুধবার (২২ সেপ্টেম্বর) থেকে করোনা ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে আর যুক্তরাজ্যের ‘রেড লিস্টে’ থাকছে না।

শনিবার এ তথ্য জানান, দেশটির পরিবহণ সচিব গ্রান্ট শ্যাপস। যুক্তরাজ্য করোনা সংক্রমণের উচ্চ হার বিবেচনায় ৯ এপ্রিল বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশকে রেড লিস্টে অন্তর্ভুক্ত করেছিল। যুক্তরাজ্য ভ্রমণের ক্ষেত্রে কোনো বাংলাদেশি নাগরিককে আর ১০ দিনের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, লন্ডনের হাইকমিশনের তৎপরতা আর কমিউনিটির মানুষের দাবির মুখে এ ভোগান্তির অবসান হয়েছে বলে জানা গেছে। যুক্তরাজ্য বাংলাদেশ ছাড়াও আরও সাতটি দেশের নাম ‘রেড লিস্ট’ থেকে বাদ দিয়েছে। দেশগুলো হলো- পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ, তুরস্ক, মিসর, ওমান ও কেনিয়া।

হোটেল কোয়ারেন্টিনের ঝক্কি এড়াতে কয়েক হাজার ব্রিটিশ নাগরিক কয়েক মাস ধরে বাংলাদেশে অবস্থান করছেন। অন্যদিকে, বাংলাদেশি টাকায় প্রায় তিন লাখ টাকা ব্যয়ে হোটেল কোয়ারেন্টিন এড়াতে অনেকে ভিসা পেয়েও ব্রিটেনে যেতে পারছেন না।

এদিকে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বিদেশ থেকে দুই ডোজ টিকা নিয়ে আসা ভ্রমণকারীর দুটি পিসিআর পরীক্ষা শিগগিরই বাদ দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার তিনি হাউজ অব কমন্সকে বলেন, আমরা ভ্রমণ ব্যবস্থাকে ঘিরে কিছু পরিবর্তনের পরিকল্পনা করছি।

আরও সংবাদঃ যুক্তরাজ্যের ‘রেড লিস্ট’ থেকে মুক্ত হলো বাংলাদেশ।

Leave a Comment