মাত্র তিন বিষয়ে হবে এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা

মাত্র তিন বিষয়ে হবে এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্দিষ্ট সময়ে নেওয়া সম্ভব হয়নি। সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে এ পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এজন্য অ্যাসাইনমেন্ট করার নির্দেশনাও প্রদান করা হয় শিক্ষার্থীদের। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের পরিবর্তে গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপ) নৈর্বাচনিক ৩টি বিষয়ে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষা নেওয়া হবে।

সোমবার (২৬ জুলাই) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের তান্ডবের কথা বিবেচনা করে ২০২১ সালের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে শুধু গ্রুপ ভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর হ্রাস করে পরীক্ষা গ্রহণ করা হবে।

আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা গ্রহণ করা হবে না। বিশেষজ্ঞ কমিটির সুপারিশক্রমে জেএসসি/সমমান ও এসএসসি/সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের নম্বর প্রদান করা হবে।

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, আবশ্যিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চতুর্থ বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষা-২০২১ এর ফলাফলে নম্বর প্রদান করা হবে। এর ফলে উচ্চ শিক্ষার জন্য ভর্তিতে শিক্ষার্থীদের কোন ধরনের প্রভাব ফেলবে না। এ মুহূর্তে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে চতুর্থ বিষয় বা সংশোধনের কোনো সুযোগ নেই।

Leave a Comment