মহানবীর বিদায় হজ্জের ভাষণ পড়লে শিক্ষার্থীদের অনেক পরিবর্তন আসতো-জেলা প্রশাসক, ফেনী

মহানবীর বিদায় হজ্জের ভাষণ পড়লে শিক্ষার্থীদের অনেক পরিবর্তন আসতো। প্রত্যেক শিক্ষার্থীকে ভাষণটি বাধ্যতামূলকভাবে মুখস্ত করানো দরকার বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। বুধবার সকালে ছাগলনাইয়া উপজেলার মহামায়ায় চাঁদগাজী স্কুল এন্ড কলেজের উদ্যোগে মুজব শতবর্ষ উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেছেন জেলা প্রশাসক।

ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি মেজবাউল হায়দা চৌধুরী সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের,সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, কলেজের অধ্যক্ষ তাহেরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মমিন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ, ফেনী জেলা পরিষদ সদস্য নাজমা আক্তার কনা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন।

জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান বলেছেন, করোনা ভাইরাস আমাদের দেশে এসেছে। বিভিন্ন দেশে করোনা ভাইরাসে সংক্রমিত বেশীর ভাগই সুস্থ হচ্ছেন। যারা বিদেশ থেকে দেশে এসেছেন তারা কয়েকটা দিন নিজ ঘরে থাকবেন। বাংলাদেশে গরম হওয়ার কারনে আশা করি এই ভাইরাস তেমন কার্যকর হবেনা।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Comment