অন্যান্য

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গণপিটুনিতে ডাকাত নিহত, আটক ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে রিপন (২৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় আরও দুই ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) ভোরে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে। রিপনের বাড়ি রূপগঞ্জ উপজেলায়। তিনি তারাবো বিশ্বরোড এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।

আটক দু’জন হলেন- বরপা শান্তিনগর এলাকার মো. আলীর ছেলে হৃদয় ও সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকার সুলতান মিয়ার ছেলে মোশারফ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান কে জানান, রোববার (১৪ জুন) দিনগত রাত সাড়ে ৩টার দিকে বরপা এলাকায় ডাকাত দলের সদস্যরা একটি পিকআপ ভ্যানে করে ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন যানবাহন ও পথচারীদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় বিষয়টি টের পেয়ে টহল পুলিশ ও স্থানীয়রা ডাকাত দলের সদস্যদের ধাওয়া করে দু’জনকে আটক করতে পারলেও অপর ডাকাত রিপন স্থানীয় জনতার গণপিটুনিতে মারা যান। ময়নাতদন্তের জন্য তার মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

ডাকাত সদস্যদের ব্যবহৃত পিকভ্যান ও ডাকাতি করার ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি মাহমুদুল হাসান। সূত্র: বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *