ভারতের মুসলিম বি’রোধী নৃ’শংসতা, বিশ্ববাসীকে সতর্ক করলেন ইমরান খান

‘পা’রমাণবিক পরিবেশে নৃ’শংস ধ্বং’সযজ্ঞের পরিকল্পনা করছে ভারত। তবে নিজেদের স্বাধীনতা রক্ষায় পাকিস্তান শেষ পর্যন্ত ল’ড়াই চালিয়ে যাবে।’ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়কে স’তর্ক করে এমন হুঁ’শিয়ারি উচ্চারণ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ভ’য়াবহ সং’ঘাত প্র’তিহত করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, না হয় পুরো অঞ্চল ঝুঁ’কিপূর্ণ হয়ে উঠবে।

তিনি বলেন, দখলকৃত কাশ্মীরে ভারতের অ’বৈধ কর্মকাণ্ড এবং নৃ’শংসতা থেকে আন্তির্জাতিক সম্প্রদায়ের চোখ সরাতে নয়াদিল্লি পা’রমাণবিক পরিবেশে পাকিস্তানের বি’রুদ্ধে সামরিক শক্তি লেলিয়ে দেয়ার ভ’য়াবহ খেলা খেলছে।

ইমরান খান বলেন, ভারতের উস্কানি এবং লাইন অব কন্ট্রোলে যুদ্ধবিরত লঙ্ঘন এবং সীমান্তে নি’রপরাধ মানুষকে হ’ত্যার পরও পাকিস্তান সর্বোচ্চ সং’যত আচরণ করছে। অব্যাহতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিহিত করছি, নয়াদিল্লির নৃ’শংস পরিকল্পনা এবং মি’থ্যচার সম্পর্কে।

Leave a Comment