অন্যান্য

বেগুনের কেজি ১ টাকা, কষ্টে ফলানো সবজি খাচ্ছে গরু

বেগুনের দাম মাত্র ১ টাকা কেজি বলায় জমিতেই নষ্ট করছেন রংপুরের পীরগাছা উপজেলার কৃষক। অনেকে ক্ষোভে বেগুনকে বানিয়েছেন গো-খাদ্য। সোমবার (১ এপ্রিল) দুপুরে পীরগাছা উপজেলার ছাওলা এলাকায় এই দৃশ্য দেখা যায়।

কৃষকরা বলছেন, এক টাকা কেজি বেগুন বিক্রি করলে কৃষাণের মজুরিই তোলা সম্ভব নয়। বাজার বিশ্লেষকরা বলছেন, কৃষককে ন্যায্য মূল্য পাইয়ে দিতে সরকারকেই পদক্ষেপ নিতে হবে।

আরো পড়ুনঃ তেল ছাড়া যেভাবে মাছ রান্না করবেন!

রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা এলাকার কৃষক আশরাফুল ইসলাম। নিজের বেগুনক্ষেতের পচা বেগুন ছিঁড়ছেন আর রাগে ক্ষোভে ফেলে দিচ্ছেন জমিতেই। ব্যবসায়ীরা মাত্র এক টাকা কেজি বলায় জমিতে রেখেই বেগুন নষ্ট করেছেন তিনি।

অন্যদিকে একই এলাকার কৃষক মমিনুল ইসলাম। দাম না থাকায় বাসায় বেগুন এনে গুরুকে খাওয়াচ্ছেন তিনি। তারা বলছেন, বেগুন বিক্রি করে উৎপাদন খরচের টাকা বাদ দিয়ে শুধু কৃষাণের মজুরির টাকা তোলাই সম্ভব নয়। এ কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন।

ওই এলাকায় আব্দুল ওয়াহাব, মিজু মিয়া ও নজরুল ইসলামসহ বেগুন চাষিদের অবস্থা একই। তাদের আক্ষেপ এক কেজি মাংস কিনতে হলে বেগুন বিক্রি করতে হবে সাড়ে সতের মণ। এই কারণে জমি থেকে বেগুন তুলছেন না তারা।

আরো পড়ুনঃ যাদের পায়ের মাঝখানের আঙ্গুল বড় হয় তাদের কি গুন থাকে

জাতীয় কৃষক সমিতি রংপুর জেলার সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি বলছেন, শহরের বাজারগুলোতে বেগুনের কেজি ২৫ টাকা হলেও যাতায়াত সুবিধা না থাকায় ন্যায্য দাম পাচ্ছে না প্রান্তিক কৃষক। বেগুন চাষিদের দিকে সরকারের সুদৃষ্টি দেয়ার দাবি তাদের।

রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *