বৃষ্টির পানিতে থই থই মুরাদপুর, জলজটে বেড়েছে জনদুর্ভোগ

বৃষ্টিতে ডুবে গেছে বন্দর নগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকা। জলজটে বেড়েছে জনদুর্ভোগ। বৃষ্টির পানিতে আবারও তলিয়ে গেল নগরীর মুরাদপুর।

শনিবার ( ১৯ জুন) সকালের চিত্র।

নগরীর বিভিন্নগুরুত্বপূর্ণ সড়কসহ পানিতে তলিয়ে গেছে দোকানপাট, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও স্থানীয়দের বাড়ি-ঘর। জলাবদ্ধতা প্রকল্প বাস্তবায়ণ না হওয়ার ​কারণকে দুষছেন নগরপরিকল্পনাবিদরা।

বৃষ্টিতে পানিতে ডুবে গেছে বন্দর নগরীর বিভিন্ন নিন্মাঞ্চল। সড়কে জলাবদ্ধতার কারণে যেমন সৃষ্টি হয়েছে জলজট, তেমনি ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের।

নগরীর বহদ্দার হাট, মুরাদপুর, চকবাজার, জিইসি, আগ্রাবাদ, খাতুনগঞ্জসহ বেশি কিছু গুরুত্বপূর্ণ সড়কের এখন এমন চিত্র। বৃষ্টির ভারি বর্ষণে তলিয়ে গেছে দোকান পাট,ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ স্থানীয়দের বাড়ি-ঘর।

Leave a Comment