অন্যান্য

বিদেশগামীদের করোনা পরীক্ষার ফি কমলো

বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি কমানো হয়েছে। এখন থেকে বিদেশগামী কর্মীরা ৩০০ টাকায় করোনা পরীক্ষা করতে পারবেন।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি ৩০০ টাকা পুনর্নির্ধারণ করে এই প্রজ্ঞাপন জারি করেছে।

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরে এই প্রজ্ঞাপন বলা হয়, শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানে বিএমইটি প্রদত্ত স্মার্টকার্ড বাহকরা এই সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশ গমনিচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য নমুনা পরীক্ষার ইউজার ফি ১ হাজার ৫০০ টাকার পরিবর্তে শুধুমাত্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মার্ট কার্ডধারী বিদেশগামী কর্মীদের জন্য ৩০০ টাকা পুনর্নির্ধারণ করা হলো।

এরআগে বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি কমানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *