চট্টগ্রামে বাড়ছে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার

চট্টগ্রামে বৈধ অস্ত্রের সংখ্যা কত? এ অস্ত্রগুলো কোথায় কীভাবে ব্যবহার হচ্ছে— এমন সব প্রশ্নের সঠিক কোনো জবাব নেই সংশ্লিষ্টদের কাছে। এমনকি এর সুষ্ঠু মনিটরিংও হচ্ছে না। বৈধ অস্ত্রের লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি তার অস্ত্রটি নিয়মনীতি মেনে ব্যবহার করছেন কিনা বা এগুলো সন্ত্রাস কর্মকাণ্ডে ব্যবহার হচ্ছে কিনা— তা নিয়ে মাথাব্যথা নেই সংশ্লিষ্টদের।

আগ্নেয়াস্ত্রের মতো এমন স্পর্শকাতর মারণাস্ত্রের লাইসেন্স দিয়েই কেবল দায়িত্বমুক্ত থাকছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে বৈধভাবে পাওয়া অস্ত্র দিয়ে ভয়ঙ্কর অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেই চলেছে। রাজনৈতিক দলের নেতা-কর্মীর ব্যানারে নিজেদের ব্যবসায়ী পরিচয়ে প্রভাব খাটিয়ে আদায় করে নিচ্ছেন অস্ত্রের লাইসেন্স। লাইসেন্সপ্রাপ্তদের মধ্যে অনেক দাগি অপরাধীও রয়েছেন। আর এ বৈধ অস্ত্র তারা খুনখারাবি, ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও হত্যার হুমকি দেওয়ার মতো ঘটনায় ব্যবহার করছেন। এমনকি ভাড়ায়ও পাওয়া যাচ্ছে এসব বৈধ অস্ত্র।

সচেতন মহলের অভিমত, কারা কীভাবে অস্ত্রগুলো নিয়েছে এবং এগুলো সংশ্লিষ্টদের কাছে আছে কিনা তা যাচাই করা দরকার। কেউ ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে নিয়ে থাকলে বা অস্ত্রের লাইন্সেস পাওয়ার যোগ্য নয় এমন ব্যক্তির কাছে অস্ত্র থাকলে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। এসব লাইসেন্স বাতিল করে অস্ত্রগুলো সরকারের জমা নেওয়া দরকার। তা না হলে এসব অস্ত্র একসময় বিপর্যয় সৃষ্টি করবে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের আগ্নেয়াস্ত্র শাখা সূত্র জানায়, ২০১৮ সাল পর্যন্ত চট্টগ্রাম নগরে বৈধ অস্ত্রের সংখ্যা ২ হাজার ৫৭৭। এর মধ্যে ৮৮৪টি অস্ত্রের কোনো খোঁজ পায়নি পুলিশ। মনে করা হচ্ছে ঠিকানা বদল হওয়ায় কিংবা অন্যত্র চলে যাওয়ায় হয়তো অনেক অস্ত্রধারীকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক আখতার কবির চৌধুরী বলেন, চট্টগ্রামে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার বেড়েছে। রাজনৈতিক বিবেচনায় পার পাইয়ে যাচ্ছেন অস্ত্রধারীরা। ৮৮৪ বৈধ অস্ত্রধারীর হদিস না পাওয়া বিস্ময়কর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, স্বাধীনতার পর থেকে কয়টি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে তার প্রোফাইল তৈরির কাজ চলছে।

অনুসন্ধানে দেখা গেছে, ১৯৫২ সালে পাওয়া অস্ত্রের লাইসেন্সও রয়েছে।

সূত্র জানায়, খসড়া হিসাবমতে দেশে বৈধ অস্ত্রের সংখ্যা প্রায় সোয়া ২ লাখ। এর মধ্যে ২০ হাজার অস্ত্রের কোনো হদিস পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, কোনো সরকারের আমলেই নীতিমালা মেনে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়নি। রাজনৈতিক তদবিরে যাকে-তাকে দেওয়া হয়েছে লাইসেন্স; এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ জেলা প্রশাসকের কার্যালয়ে অসংখ্য আবেদন জমা পড়ে আছে।

সূত্র জানায়, গত ৯ বছরে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রায় ৪০০ হাজার অভিযোগ জমা পড়েছে মন্ত্রণালয়ে। একই সময়ে অবৈধ কাজে ব্যবহারের জন্য সারা দেশে প্রায় ৫০০ বৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। বিভিন্ন ধরনের প্রায় ৩৫০টির লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ২০০টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।

বাংলাদেশ অস্ত্র ব্যবসায়ী সমিতির এক কর্মকর্তা জানান, কোনো নিয়ম-কানুন ছাড়াই অস্ত্রের লাইসেন্স পাওয়া যাচ্ছে। অস্ত্রের লাইসেন্স পেতে যেসব নিয়ম রয়েছে তা মানা হলে যার-তার কাছে অস্ত্র চলে যেত না। তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য অস্ত্রের লাইসেন্স পেতে কঠোর নিয়মগুলো মানা হচ্ছে না। লাইসেন্স পাওয়ার একটি শর্তের মধ্যে বছরে ৩ লাখ টাকা আয়কর রিটার্ন দাখিলের যে বিধিটি রয়েছে তাও মানা হচ্ছে না।

একজন গোয়েন্দা কর্মকর্তার মতে, বৈধ অস্ত্রও দেশের আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখন বৈধ-অবৈধ অস্ত্রধারীদের নিয়ে ব্যস্ত সময় পার করতে হচ্ছে।

গোয়েন্দাসূত্রে জানা যায়, বৈধ অস্ত্রের অপব্যবহার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় লাইসেন্স দেওয়াসহ অস্ত্র ব্যবস্থাপনা কড়াকড়ি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরে একটি নতুন নীতিমালা তৈরি করা হয়। নীতিমালা সংশোধনের পরও অনেক অযোগ্য লোক অস্ত্রের লাইসেন্স পাচ্ছে। বিশেষ করে অপরাধীরা দলীয় পরিচয় কাজে লাগিয়ে সহজেই অস্ত্রের লাইসেন্স নিয়ে নিচ্ছে। বৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যাকাণ্ড থেকে শুরু করে সব ধরনের অপরাধ কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব অস্ত্র উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লাইসেন্স নেওয়ার সময় যে ঠিকানা দেওয়া হচ্ছে, ওই ঠিকানারও হদিস মিলছে না।

এক গোয়েন্দা কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, ‘যেসব অস্ত্রের হিসাব মিলছে না সেগুলো সন্ত্রাসীদের হাতে চলে গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। অনেক কিলার বৈধ অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। অস্ত্রের মালিক ও হস্তান্তরের ব্যাপারে আমরা তথ্য সংগ্রহ করছি।’

Source:Cplusbd.net

Leave a Comment