বিআইডব্লিউটিএর ‘রিভার গার্ড’ এর যাত্রা

নদীবন্দরে শৃঙ্খলা রক্ষা ও দখলমুক্ত তীরভূমি নজরদারি জোরদারে পরীক্ষামূলকভাবে বিআইডব্লিউটিএর নিজস্ব নিরাপত্তারক্ষী ‘রিভার গার্ডের’ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার ১২ জন সদস্য নিয়ে রক্ষীদের কার্যক্রম শুরু হয় বলে জানান ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন।

তিনি বলেন, “এদেরকে বিআইডব্লিউটিএ নিয়োগ দিয়েছে। তারা সবাই বিআইডব্লিউটিএর চতুর্থ শ্রেণির কর্মচারী। আনসার সদস্যদের সঙ্গে নদীবন্দর এলাকায় নিরাপত্তার কাজ করবেন তারা।”

পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে শুরু হলেও ভালো ফল পাওয়া গেলে দেশের অন্যান্য নদীবন্দরে রক্ষী নিয়োগ করা হবে বলে জানান তিনি। সূত্র: cplus

Leave a Comment