নগরীতে এনেক্স ওয়ার্ল্ডকে ২ লাখ টাকা জরিমানা, নকল হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী জব্দ

নগরীর কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের তৃতীয় তলায় অভিযান চালিয়ে এনেক্স ওয়ার্ল্ড ওয়াইড. কম নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় নকল হ্যান্ড স্যানিটাইজার, নকল হ্যান্ড রাব ও নকল হ্যাক্সিসল জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (১১ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার এ অভিযান পরিচালনা করেন।

শিরীন আক্তার জানান, ভিআইপি টাওয়ারের তৃতীয় তলায় এনেক্স ওয়ার্ল্ড ওয়াইড. কম প্রতিষ্ঠানে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ২ লাখ টাকা সমমূল্যের নকল হ্যান্ড স্যানিটাইজার, নকল হ্যান্ড রাব,নকল হ্যাক্সিসল জব্দ করা হয়। যেগুলোর DAR নাম্বার ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কোন নেই।

প্রতিষ্ঠানটি এসব নকল প্রোডাক্টগুলো এমএলএম’র মাধ্যমে বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করে আসছে।

ফলে প্রতিষ্ঠানটিকে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮ বি ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। সূত্র: দৈনিক পূর্বকোণ।

Leave a Comment