অন্যান্য

বানভাসি মানুষের জন্য সারারাত ঘুমাতে পারেননি প্রধানমন্ত্রীঃ নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সারারাত ঘুমাতে পারেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সারারাত জেগে থেকে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ডসহ সকল সংস্থাকে নির্দেশ করেছেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আদাবর থানা এবং এর অন্তর্গত ৩০ ও ১০০ ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে আজ সোমবার (২০ জুন) এসব কথা বলেন আ’লীগের এই নেতা।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ কথা কম বলে, কাজ করে বেশি। এটাই আমাদের আদর্শ। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলামসহ তার দলের নেতাকর্মীরা কাজ কম করে, কথা বেশি বলে। আসলে বিএনপি একটি নির্লজ্জ দল।

আওয়ামী লীগ পদ্মা সেতু নিয়ে ব্যাস্ত, বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমোলচনা করে নানক বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এক একটা বাড়ি এক একটা ক্যাম্পে পরিণত হয়েছে। তারা সেখানেই বানভাসি মানুষের জন্য রান্না করছে। নৌকা দিয়ে বানভাসি মানুষের হাতে হাতে পৌঁছে দিচ্ছে সেই খাবার।

তিনি বলেন, রাতের বেলায় এক মুঠো খাবার নিয়ে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে ইতিমধ্যে আমাদের নেত্রী ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ করেছেন। এখনও সেই চেষ্টা অব্যাহত রয়েছে।

এ সময় নানক বলেন, বিএনপি নেতারা এসি রুমে বসে সরকারের এবং আওয়ামী লীগের সমালোচনা করে। ঠিক একইভাবে মহামারি করোনাকালেও তারা মানুষের পাশে না দাঁড়িয়ে আওয়ামী লীগের সমালোচনা করেছিল। আসলে বিএনপির নেতাদের লজ্জা নেই। তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ম্যাডাম বেগম খালেদা জিয়া বলেছিলেন- এই পদ্মা সেতু শেখ হাসিনার সরকার করে যেতে পারবে না। কেউ পদ্মা সেতুতে উঠবেন না, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু তৈরি করা হয়েছে যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আরো অনেক ধরনের অপপ্রচার চালিয়েছে। কী মূর্খ এক প্রধানমন্ত্রী ছিল এই দেশে।

সম্মেলনে আ’লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে হবে। ওই বিজয়ের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে। যদি তিনি প্রধানমন্ত্রী হতে না পারেন তাহলে বাংলাদেশ সন্ত্রাসীদের অভয়ারণ্যে হয়ে যাবে। এদিকে আমাদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, পদ্মা সেতু যাতে উদ্বোধন না হয় সেজন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় আগামী ২৫ তারিখ পর্যন্ত আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

সম্মেলনে আদাবর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন শামীমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, স্থানীয় সংসদ সদস্য সাদেক খান প্রমুখ।

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *