অন্যান্য

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ ১৩ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ ১৩ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ‘এফবি মা-বাবার আর্শিবাদ-১২’ নামের একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া-সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার ৭৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম অংশ থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলার অপারেশন অফিসার লে. এম মামুনুর রহমান জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে একটি ভারতীয় ট্রলারকে মাছ ধরতে দেখে টহলরত কোস্টগার্ড সদস্যরা। পরে সেখান থেকে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, ট্রলারটিতে ১৩ জন ভারতীয় জেলে ছিলেন। তাদের বাড়ি ভারতের কলকাতায়। তবে এখনও তাদের নাম জানা যায়নি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিুরুল ইসলাম জানান, মামলা দায়ের পূর্বক কোস্টগার্ড সদস্যরা জেলেদের থানায় হস্তান্তর করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব তাদের আদালতে সোপর্দ করা হবে।

এর আগে গত ৮ আগস্ট একই এলাকা থেকে ১৩ ভারতীয় জেলেসহ একটি ট্রলার আটক করে কোস্টগার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *