ফেনী

ফেনীতে রোজায় বেড়েছে সবজির দাম

সপ্তাহখানেক আগেও বেগুন ৩৫/৪০ টাকা বিক্রি হয়েছে। রোজা শুরু হতেই দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।ফেনীর বাজারে এখন বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। অপরিবর্তিত রয়েছে কাঁচা মরিচের দাম।প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০টাকায়। শহরের বড় বাজার, সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট ও মহিপাল বাজার ঘুরে দেখা গেছে।

জানা গেছে, রোজার আগে ৪০ টাকায় বিক্রি হওয়া কাকরল ১শ টাকা, ৩০ টাকার পটল ৪০ টাকা, ২০ টাকার বরপি ৩০ টাকা, ১৮-২০ টাকার আলু ২৫ টাকা, ৪০ টাকার বরবটি ৫০ টাকা, ১৫ টাকার টমেটো ২০ টাকা, ৩০ টাকার কলা ৪০ টাকা,৩০ টাকার গাজর ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁঢশ ৩০ টাকা, শসা ৩০ টাকা, লতি প্রতি কেজি ৩০ টাকায় অপরিবর্তিত দামে বিক্রি হচ্ছে। পুই শাক, পাট শাক প্রতি আটি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, বেগুন সহ যেসব পণ্যে মানুষের চাহিদা বেশি সেগুলোতে দাম বাড়বেই। চাহিদা অনুপাতে আমদানি কম থাকায় গাড়িতে থাকাবস্থায় পণ্য বিক্রি হয়ে যায়। এ কারণে দাম বাড়ছে। বাজার ঘুরে দেখা যায়, বাজারে আলু, কাঁচা মরিচ ও বেগুন সহ সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

এদিকে বাজার নিয়ন্ত্রণে ও পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ৪টি মনিটরিং টিম মাঠে নামানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া। তিনি জানান, এসব টিম বাজারের ভোগ্যপণ্যের মূল্য তালিকার ওপর গুরুত্বারোপ রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *