ফেনীতে বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

ফেনী শহরের বিসিক শিল্প নগরীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে আজ বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। শহরের চাঁড়িপুর এলাকার সামছুদ্দিন তাওয়ালস কারখানার শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।

জানা গেছে, সামছুদ্দিন তাওয়ালস লিমিটেডে দুই শতাধিক শ্রমিক কাজ করেন। ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন-ভাতা দেয়া হয়নি।

শ্রমিকেরা জানান, কারখানা কর্তৃপক্ষ ঘোরাচ্ছে। এখন তাদের ঘরে খাবার নেই। বাড়িভাড়া ও দোকান বাকি পড়ে আছে। পাওনাদারদেরও চাপ রয়েছে। বেতন না পেয়ে দূর্ভোগে দিন কাটছে।

খবর পেয়ে ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর ও ওসি (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ঘটনাস্থলে ছুটে যান। পুলিশের সাথে বৈঠকে ঈদের আগে পরিশোধের আশ্বাস দেন মালিকপক্ষ।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাঈন উদ্দিন আহমেদ কামরান জানান, রপ্তানীমমুখী প্রতিষ্ঠানটি অর্থ সংকটে রয়েছে। করোনা পরিস্থিতিতে উৎপদন ৩০ শতাংশে নেমে এসেছে। সহজ শর্তে সরকারের বিশেষ প্রণোদনা পেলে তা শোধ করা হবে।

Leave a Comment