ফেনীতে করোনাভাইরাস সন্দেহে ৬ জনের নমুনা সংগ্রহ, বিআইটিআইডি তে প্রেরন

ফেনীতে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে জেলার ৪ টি উপজেলায় থেকে ৬ জনের নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। শুক্রবার দুপুরে (৩ এপ্রিল) সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন গনমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।এদের মধ্যে ছাগলনাইয়া ২ জন,সোনাগাজী ২ জন ,দাগনভূঞা ও সদর উপজেলায় ১ জন করে রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, করোনা ভাইরাসের উপসর্গ থাকায় বৃহস্পতিবার রাতে জেলার ৪ টি উপজেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই ছয় জনের নমুনা সংগ্রহ করা হয়।

এই নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি)সেন্টারে পাঠানো হয়েছে।পরীক্ষার রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।তাছাড়া এদের মধ্যে কারো যদি পজিটিভ হয় তাহলে পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।

তিনি আরো জানান,বর্তমানে ওই ছয় জনের বাড়ির সকল সদস্যদের আলাদাভাবে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment