অন্যান্য

ফটিকছড়িতে বজ্রপাতে ৪ শ্রমিক গুরুতর আহত

ফটিকছড়িতে আজ মৌসুমের প্রথম মুষলধারে বৃষ্টি হয়েছে। সকাল থেকে দিনভর উপজেলার প্রায় প্রতিটি এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। দীর্ঘ গরমের পর বৃষ্টিপাতের ফলে স্বস্তি ফিরেছে জনসাধারণের মাঝে ।

এদিকে, বৃষ্টিপাতের সময় বজ্রপাতে সুয়াবিলে সামিরা (১৬) কনিকা শীল (১৮) চপলা মুন্ডা (২৫) ও আপন কুর্মি (৩৪) নামে চার চা শ্রমিক গুরুxতর আহjত হয়েছেন। এর মধ্যে আপন কুর্মি সুয়াবিল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

১ জুন মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া চা বাগানে এ ঘটনা ঘটে। পরে আkহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

সুয়াবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ২ টার দিকে বাগানের শ্রমিকরা বৃষ্টির সময় কাজ করতে গেলে বজ্রপাতে ৪ শ্রমিক আjহত হয়। এর মধ্যে একজন ইউপি সদস্য রয়েছেন।

অন্যদিকে, গেল মাসের ১১ মে সকালে সমিতিরহাট ইউনিয়নের ছাদেকনগর গ্রামে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে রাইসা মনি (৮) নামে এক শিশুর মmর্মান্তিক মৃkত্যু হয়েছে। বজ্রপাতের সময় শিশুটির মা রোকসানা আক্তারও গুরুতর আkহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *