প্রেমিকাকে খুনের পর মারা গেল সেই মনিরও

প্রেমিকাকে খুনের পর মারা গেল সেই মনিরও 

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় স্কুলছাত্রী হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আহত মনির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তার মৃত্যু হয় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এর আগে মনির হোসেন প্রেমে ব্যর্থ হয়ে নিজেই তার প্রাক্তন প্রেমিকা সুমাইয়া আক্তারকে (১৬) ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে খুন করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর আত্মহত্যার জন্য মনির নিজের শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।

মৃত মনির কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার মশাজান গ্রামের মেহের আলীর ছেলে।তিনি বাস চালকের সহকারি ছিলেন।আর নিহত সুমাইয়া একই উপজেলার পালিমা গ্রামের ফেরদৌসুর রহমানের মেয়ে। এলেঙ্গা পৌরসভার রিসোর্ট এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতো। সে এলেঙ্গা রানী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

র‍্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে.কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, মনির সুমাইয়াকে খুন করার পর আত্মহত্যার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে তাকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও সংবাদঃ প্রেমিকাকে খুনের পর মারা গেল সেই মনিরও।

Leave a Comment