প্রতারণার সুত্র থাকলে তাহসান-ফারিয়াকেও আইনের আওতায় আসতে হবে

ইভ্যালিতে প্রতারণার সুত্র থাকলে তাহসান-ফারিয়াকেও আইনের আওতায় আসতে হবে।

সিআইডি জানিয়েছে সম্প্রতি সমালোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালিতে প্রতারণার সঙ্গে যদি শিল্পী তাহসান ও শবনম ফারিয়ার সংযুক্ততা থাকে তাদেরকেও আইনের আওতায় আনা হতে পারে।

এক সংবাদ সম্মেলনে সোমবার (১১ অক্টোবর) সকালে
সিআইডি এ কথা জানায়।

অভিনেত্রী শবনম ফারিয়া গত জুনে বড় অঙ্কের বেতনে ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন। তবে জানা যায়, ফারিয়ার বেতনের অধিকাংশই রয়ে গেছে বকেয়া।

এর আগে গত ১০ মার্চ তাহসানকে অনলাইনে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ইভ্যালি’র ‘ফেইস অব ইভ্যালি’ (শুভেচ্ছাদূত) ঘোষণা করা হয়। এতে তাহসান শুভেচ্ছাদূত হওয়ার পরের মাস থেকে গ্রাহকের পণ্য সময়মতো পৌঁছে না দিতে পারায় ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তোপের মুখে পড়তে থাকে।

মে মাসের মাঝামাঝি সময় সবদিক বিবেচনা করে ইভ্যালি থেকে স্বেচ্ছায় সরে যান তাহসান।

অর্থ আত্মসাতের অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমার বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা হয়।ইভ্যালির এক গ্রাহক আরিফ বাকের মামলাটি দায়ের করেন। মামলাটি করার পর পরই বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাব।

আরও সংবাদঃ প্রতারণার সুত্র থাকলে তাহসান-ফারিয়াকেও আইনের আওতায় আসতে হবে।

Leave a Comment