অন্যান্য

পাহাড়ে এবার অস্ত্রের মুখে পল্লী চিকিৎসকসহ অপহরণ ২

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে আবারও অপহরণের ঘটনা ঘটেছে। এবার ৬ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অস্ত্রের মুখে পল্লী চিকিৎসকসহ দুজনকে অপহরণ করা হয়েছে।

রোববার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে় টেকনাফের বাহারছড়া শামলাপুর হোয়াইক্যং সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসকসহ ওই দুজনকে অপহরণ করেন দুর্বৃত্তরা।

অপহৃত পল্লী চিকিৎসক জহির উদ্দিন (৫২) উখিয়ার থাইংখালী এলাকার মাওলানা জাকের হোসেনের ছেলে। তবে অপরজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ গরমে মেঝেতে ঘুমালে স্বাস্থ্যের ওপর যে প্রভাব পড়ে

অপহরণের শিকার জহির উদ্দিনের ছোট ভাই সাংবাদিক কমরুদ্দিন মুকুল জানান, তার ভাই শাপলাপুর এলাকায় প্রতিদিনের মতো চেম্বার শেষ করে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে একজন যাত্রীও ছিলেন। পথিমধ্যে শামলাপুর-হোয়াইক্যং সড়কে আসলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়। পরে অটোরিকশা চালক বিষয়টি পরিবারকে জানায়। এরপর থেকে ফোনে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি।

তিনি বলেন, অপহরণের বিষয়ে খবর পেয়েছি। তাদের উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে। পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ দাবির বিষয়টিও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ মৃত ফিলিস্তিনি মায়ের পেট থেকে জীবিত বের করা হলো শিশুকে

প্রসঙ্গত, গত এক মাস ধরে টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণের ঘটনা বন্ধ ছিল। এর আগে গত ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের এ পর্যন্ত টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১২০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬২ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক।

অপহৃতদের পরিবারের তথ্যমতে, অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫৩ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *