নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ শিকার: চট্টগ্রামে জাল পুড়িয়ে ধ্বংস

চট্টগ্রামের আনোয়ারায় নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মা ইলিশ মাছ শিকার বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার ১৫ নম্বর ঘাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সাড়ে চার লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছিল। অভিযান টের পেয়ে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। এ সময় নদী থেকে মাছ ধরার আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা মূল্যের জাল জব্দ করা হয়। তবে জেলেদের আটক করা সম্ভব হয়নি। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, জেলেদের বাইরে অত্যুৎসাহী কেউ ইলিশ শিকারে নদীতে গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া আগামী দুয়েক দিনের মধ্যেই জেলেদের কাছে সরকারি সহায়তা কার্ডধারী খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে।

Leave a Comment