নাইজেরিয়ার চার্টার্ড বিমান এসে ‘রেমডিসিভির’ নিয়ে গেল বাংলাদেশ থেকে

নাইজেরিয়া থেকে জরুরি বিমান এসে বাংলাদেশ থেকে নিয়ে গেল করোনাভাইরাসের সম্ভাব্য ওষুধ রেমডিসিভির। নাইজেরিয়ার একজন গভর্নর করোনা আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে নাইজেরিয়া সরকার একটি চার্টার্ড বিমান পাঠিয়ে ওষুধটি নিয়ে যায়।

রোববার (৭ জুন) বিকাল ৫টায় নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে রওনা হয়ে বিমানটি জেদ্দা হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এর আগে শনিবার গভীর রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে ফোন করেন নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে ওনিয়ামা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বিমানটি ঢাকায় অবতরণের অনুমতি ছাড়া সহযোগিতার জন্য অনুরোধ করেন।

শাহজালাল বিমান বন্দরে অবতরণের ঘন্টাদুয়েকের মধ্যেই আবার বিমানটি নাইজেরিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। নাইজেরিয়ার পক্ষ থেকে রেমডিসিভির ওষুধটি ছাড়াও বাংলাদেশের একটি গার্মেন্টস মার্কেটিং কোম্পানি ভূঁইয়া ইন্টারন্যাশনালের মাধ্যমে স্বল্পসংখ্যক পিপিই ও অন্যান্য চিকিৎসা সামগ্রী নমুনা হিসেবে ওই চার্টার্ড বিমানে নিয়ে গেছে। সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Comment